জামায়াত, এনসিপি ও তাদের সমমনা আরও ছয়টি দল যে চার দফা দাবিতে আন্দোলনের মাঠে নামতে যাচ্ছে, তার শেষ দাবিটি হচ্ছে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দাবিগুলোর প্রথমটি হলো অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন। অন্য তিনটি দাবি–সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ১৪ দলের একমাত্র উল্লেখযোগ্য দল আওয়ামী লীগের কার্যক্রম এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। বাকি দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাসদ ছাড়া কারও নাম মনে করতে পারবে এমন রাজনীতি সচেতন ব্যক্তির সংখ্যা খুবই কম। এ দল দুটির দুই শীর্ষ নেতা ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনু এখন জেলে। ফলে...