মালদ্বীপের থিনাধুতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। চার দিনব্যাপী এ সফরে দুই দিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই হাজার প্রবাসীরা এই সেবা গ্রহণ করেন। রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরের গাফঢাল এটলের থিনাধু দ্বীপ।সরাসরি বিমানবন্দর না থাকায় প্রতিনিধি দলকে স্থানীয় বিমানে কাধিদু বিমানবন্দরে পৌঁছে নৌপথে দ্বীপে যেতে হয়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। দলের অন্য সদস্যরা ছিলেন তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ ভ্রাম্যমাণ কনস্যুলার সেবায় দুই দিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করেন। ই-পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্টসহ প্রায় ৬০ জন প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীদের...