খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকগুলো নিয়মিত পূর্ণ যাত্রী বহন করলে যানজট উল্লেখযোগ্যভাবে কমাতে এবং বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। টুয়েট-এর জ্বালানি বিজ্ঞান ও প্রকৌশল (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিরব মন্ডলের নেতৃত্বে গবেষণা দল গত ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা শহরের গোল্লামারী, সোনাডাঙ্গা বাস স্টেশন, শিব বাড়ি, ময়লাপোতা, রয়েল ও পিটিআই জংশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ইজিবাইক চলাচল পর্যবেক্ষণ করে। এতে দেখা গেছে, শুধুমাত্র ১০ সেপ্টেম্বর এক ঘণ্টায় পিটিআই জংশনের মধ্য দিয়ে ৩ হাজার ২৫৩টি ইজিবাইক অতিক্রম করেছে বলে গণনা করা হয়েছে। এর মধ্যে মাত্র ৫ শতাংশ যান পূর্ণ ছয়জন যাত্রী বহন করেছে, ১০ থেকে ১৫ শতাংশ যান ৪ থেকে ৫ জন যাত্রী বহন করেছে, যেখানে বেশিরভাগ ৮০ থেকে ৮৫ শতাংশ যান মাত্র ২ থেকে...