রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. রুবেল হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় সালাউদ্দিন সুমন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুবেল গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম গ্রামের বাসিন্দা। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতে খিলগাঁও সি ব্লক এলাকার একটি বাসা থেকে মো. রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী সালাউদ্দিন সুমন হত্যাকাণ্ডের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১৯ জুলাই খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী কাজিবাড়ী রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা করা হয় সালাউদ্দিন সুমনকে।...