জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন করতে এবং প্রকৃতিবান্ধব সমাধানের ধারণা ছড়িয়ে দিতে সম্প্রতি ‘বিল্ডিং আ ক্লাইমেট-রেজিলিয়েন্ট বাংলাদেশ: নেচার-বেজড সলিউশনস ফর আ সাস্টেইনেবল ফিউচার’ শীর্ষক এক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর্থহপার্স আয়োজিত এই কর্মশালাটি ছিল তাদের ‘রুটস অ্যান্ড রুটস বাই আর্থহপার্স – লার্নিং ফর দ্য আর্থ’ সিরিজের চতুর্থ পর্ব। শনিবার (১৩ সেপ্টেম্বর) গুগল মিট কনফারেন্স-এর মাধ্যমে অনুষ্ঠিত এই সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স সেন্টারের ফিল্ড রিসার্চ অফিসার এবং আর্থহপার্স-এর উপদেষ্টা আবিদ হাসান। তিনি তরুণদের মাঝে নেচার-বেজড সলিউশন বা প্রকৃতি-ভিত্তিক সমাধানের ধারণা তুলে ধরেন। তিনি বলেন, এই সমাধানগুলো কোনো নতুন কৌশল নয়, বরং পরিবেশের নিজস্ব প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তার সুরক্ষাকে নিশ্চিত করা। আবিদ হাসান ব্যাখ্যা করেন, এনবিএস এমন এক ধরনের পদক্ষেপ যা পরিবেশকে সংরক্ষণ, টেকসই...