শিক্ষার্থীদের প্রায়ই অভিযোগ থাকে, পরিমাণে বেশি লেখার পরও কম নম্বর পাওয়া নিয়ে। কিন্তু সৃজনশীল পদ্ধতিতে বেশি লেখার থেকেও গুরুত্বপূর্ণ হলো প্রাসঙ্গিক এবং যথাযথ উত্তর দেওয়া। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল জানিয়েছেন এনাম-উজ-জামান পরীক্ষার উদ্দেশ্য হলো পঠিত বিষয় শিক্ষার্থী কতটুকু আয়ত্ত করতে পারল এবং তা পরবর্তী সময়ে কতটুকু দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারল তা যাচাই করা। এই উদ্দেশ্যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। মূলত তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন, উদ্দীপক ও পাঠবইয়ের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীরা যেন নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারে তা নিশ্চিত করাই হলো সৃজনশীল প্রশ্নপদ্ধতির মূল উদ্দেশ্য। সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া থাকে। উদ্দীপকটি হতে পারে কোনো অনুচ্ছেদ, চিত্র, গ্রাফ, টেবিল প্রভৃতি। প্রদত্ত উদ্দীপকের আলোকে চার স্তরের প্রশ্ন দেওয়া হয়। প্রশ্নের ধরনগুলো হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক।...