ঋণ নবায়ন ও অবলোপন করেও খেলাপি ঋণের ঊর্ধ্বগতি থামাতে পারছে না সরকারি খাতের চারটি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে জনতা ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে সবচেয়ে বেশি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এই ব্যাংকটিতেই বেশি লুটপাট হয়েছে। ওইসব ঋণ এখন খেলাপি হচ্ছে। গত জুন পর্যন্ত চার সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকায়। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত খেলাপি ঋণ অবলোপন করেছে ১৪ হাজার ৪২২ কোটি টাকা ও খেলাপি ঋণ নবায়ন করেছে এক হাজার ৪৪৫ কোটি টাকা। তারপরও ব্যাংকগুলোর খেলাপি ঋণ না কমে বরং বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের এমন চিত্র পাওয়া গেছে। দেখা যায়, গত ডিসেম্বরে ওই চার ব্যাংকের খেলাপি ঋণ ছিল এক লাখ ৩৩ হাজার ২৫ কোটি টাকা। গত...