বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির যুক্তরাজ্য থেকে দেশে আসছেন আজ সোমবার।সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সিলেটে সংক্ষিপ্ত অবস্থানে তার নিজ নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলাবাসীর সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। হুমায়ুন কবিরকে বিমানবন্দরে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্বনাথ-ওসমানীনগরের তাঁর অনুসারী নেতারা।ইতিমধ্যে বিমানবন্দরে তাকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তার অনুসারী কয়েকজন নেতা জানিয়েছেন।তারা জানান, সোমবার সকালে বিশ্বনাথ-ওসমানীনগর থেকে কয়েক শ গাড়ি বহর নিয়ে সিলেট বিমান বন্দরে তারা অবস্থান করবেন। বিমান বন্দরে সিলেট-২ আসনের আগামী দিনের কান্ডারী হুমায়ুন কবিরকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এতে কয়েক শ নেতাকর্মী উপস্থিত থাকবেন।হুমায়ুন কবিরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত...