গ্রেপ্তারের পর দুই তরুণীর বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্বল্প বয়সী হলেও তাঁদের জীবনযাপন, পোশাক-আশাক ও ব্যয়বহুল আনুষঙ্গিক ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাঁদের আয়-ব্যয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, মামলার বাদী নাজমুল হাসান নিজেও এক সময় প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরের ১৬ জানুয়ারি তাঁকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক করে ডিবি পুলিশ। তখন পুলিশ জানায়, নাজমুল ভুয়া প্রশ্নপত্র বিক্রির নামে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণা করতেন এবং এভাবে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছিলেন। নতুন প্রতারণার ঘটনায় তাঁর সেই অতীত আবারও সামনে এসেছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম ফকির বলেন, “গ্রেপ্তার দুই তরুণী...