বিগত সরকারের সময় পাচার করা অর্থ সরকার অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।তিনি বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে বিগত লুটেরা দেশ থেকে প্রতিবছর ১৯ লাখ কোটি টাকা পাচার করেছে, যা তিন বাজেটের সমান।গতকাল রবিবার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) ন্যাশনাল ল ফেস্ট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।এ সময় বার কাউন্সিল পরীক্ষা প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।এই পরীক্ষা কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।বার্তাবাজার/এমএইচ বিগত সরকারের সময় পাচার করা অর্থ সরকার অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে বিগত লুটেরা দেশ থেকে প্রতিবছর ১৯ লাখ কোটি টাকা পাচার করেছে, যা...