বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক চলছে অবৈধ পরামর্শকদের পরামর্শে। চুক্তির মেয়াদ শেষ হলেও ৭ মাস ধরে বেতন ছাড়া নিয়মিত অফিস করছেন আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া পরামর্শকরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা ও এসংক্রান্ত নীতিমালা উপেক্ষা করে কার্যক্রম চালাচ্ছেন তারা। তাদের হাতে বিমানের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি সম্পৃক্ত থাকায় নানা শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশন আইকাওর নীতিমালা ও পাবলিক প্রকিউরমেন্ট আইন ভঙ্গ করে বিমানের ইনস্পেকশন, পাইলটদের লাইসেন্স নবায়ন, চেক রাইড এবং সার্টিফিকেশন অনুমোদনসহ গুরুত্বপূর্ণ কাজ তারাই করছেন। অভিযোগ রয়েছে, এই অনুমোদন ছাড়া তাদের কাজ করার পেছনে রয়েছে আওয়ামী দোসরদের ‘সেফ এক্সিট’ নিশ্চিত করা। এ ছাড়া তাদের কারণে ঝুঁকির মুখে দেশের বিমান ও সাধারণ যাত্রীর নিরাপত্তা। ইমেজ সংকটে পড়তে যাচ্ছে এভিয়েশন খাত। সূত্রমতে, পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন সময়ে (২০১২...