মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে দুধের ঘাটতি মোকাবিলা ও কৃষকদের উৎপাদিত দুধ যথাযথ সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে চিলিং পয়েন্ট (চিলিং সেন্টার) স্থাপন করা হবে। তিনি বলেন, ‘এ ছাড়া কৃষকের উৎপাদিত দুধ সংগ্রহ করে শহরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে, যাতে দেশের বড় কোম্পানিগুলোর ওপর নির্ভরশীলতা কমে আসে।’ রোববার (১৪ সেপ্টেম্বর) রংপুর শহরের আরডিআরএস বাংলাদেশ বেগম রোকেয়া মিলনায়তনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) ‘বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান কর্মশালার সভাপতিত্ব করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলডিডিপি’র প্রধান কারিগরি সমন্বয়ক ড. মো. গোলাম রাব্বানী। ফরিদা আখতার বলেন, গবাদিপশুর রোগ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে টিকাদানের কোনো বিকল্প নেই। উপদেষ্টা বলেন,...