পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ গ্রাহকদের জন্য গত আগস্ট মাসের বিল মওকুফের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ), যা বন্যার ঝুঁকি আরও বাড়াতে পারে। খবর ডনের। রোববার (১৪ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সারা দেশে বন্যায় মানুষ তাদের গবাদিপশু ও জীবিকা হারিয়েছে। বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার বিদ্যুৎ বিল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। শাহবাজ শরিফ জানান, বন্যা কবলিত এলাকার আবাসিক গ্রাহকদের আগস্ট মাসের বিদ্যুৎ বিল দিতে হবে না। যারা ইতোমধ্যে বিল পরিশোধ করে ফেলেছেন, তাদের...