ফিশিং ট্রলি, সূক্ষ্ম জাল, ডুবোচর ও ভারী কলকারখানা দায়ী * ভারতে রপ্তানির সিদ্ধান্তে অবৈধ মজুত দেশের মোট উৎপাদনের শতকরা ৬৮ ভাগের জোগান দেওয়া বরিশাল অঞ্চলেই এখন মিলছে না ইলিশ। নদী-সাগর থেকে যেন হঠাৎ উধাও হয়ে গেছে এই রুপালি সম্পদ। ভরা মৌসুমেও ইলিশ না পাওয়ার কারণ হিসাবে বেপরোয়া ফিশিং ট্রলি, সূক্ষ্ম জালে মাছ ধরা, মোহনায় জেগে ওঠা ডুবোচর আর ইলিশের প্রবেশমুখে ভারী কলকারখানা গড়ে ওঠাকে দায়ী করছেন সবাই। এছাড়া ভারতে ইলিশ রপ্তানিকেও দুষছেন কেউ কেউ। রপ্তানির অনুমতির পর একশ্রেণির ব্যবসায়ী মজুত করায় সংকট আরও তীব্র হয়েছে। ফলে দামও বাড়ছে হু-হু করে। রোববার বরিশালের পাইকারি বাজারে কেজি আকারের ইলিশ বিক্রি হয়েছে ২৮শ থেকে ৩ হাজার টাকায়। পরিস্থিতি এমন যে, মাসেও এক টুকরো ইলিশ জুটছে না সাধারণ মানুষের পাতে। জানা যায়, বছরের আষাঢ়...