সম্প্রতি একটি টক শোতে জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার শিশির মনিরকে ডা. জাহিদ প্রশ্ন করেন, “জামায়াতে ইসলামীতে কোনো অমুসলিম কি আমির হতে পারবে?” এই প্রশ্নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দেয়। এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে ডা. জাহিদের উদ্দেশে পাল্টা কিছু প্রশ্ন উত্থাপন করেন।পিনাকী তার স্ট্যাটাসে লেখেন, “ডাক্তার জাহিদ একটু উত্তর দিক। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারবে? একজন আলেম কি সিপিবির প্রেসিডেন্ট হইতে পারবে?”তিনি আরও বলেন, “সেই হিসাবে তো জামায়াত অনেক বেশী ইনক্লুসিভ। জামায়াতে ইসলামীর আমির একজন হিন্দুকে হইতে বলাই তো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের জন্যই অপমানজনক। একটা ইসলামী দলের আমির কেমনে একজন হিন্দুকে হইতে হবে? আশ্চর্যজনক।”পিনাকীর মতে, বিএনপি বা সিপিবি হলো আদর্শিকভাবে ধর্মনিরপেক্ষ বা জাতীয়তাবাদী দল,...