পুরো দক্ষিণ এশিয়ার জন্য গভর্নেন্স ইজ এ মেজর প্রবলেম, সুশাসনের ঘাটতি-সেটা দক্ষিণ এশিয়ার সব দেশেই আছে। এ কারণে অপেক্ষাকৃত ছোট দেশ শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল-এই যে দেশগুলোয় যা হয়েছে, সেটা সুশাসনের ঘাটতির কারণেই হয়েছে, দুর্নীতির ব্যাপক প্রসারও ঘটেছে। এর ফলে যে সরকারগুলো বৈধতা নিয়ে এসেছে বলে দাবি করে, ব্যাপক জনগোষ্ঠীর কাছে সরকারের এ বৈধতা আর টিকে থাকেনি। যেমন: নেপালের ক্ষেত্রে, সেখানে তো তারা নির্বাচিত হয়েই এসেছে। অলি তো গত বছরই ক্ষমতা নিয়েছেন; কিন্তু ২০০৮ সালের পর নেপালের যে পরিবর্তন, অর্থাৎ মাওবাদী আন্দোলন-পরবর্তী যে শাসনকাঠামো, সেখানটায় প্রাতিষ্ঠানিকভাবে কিছু পরিবর্তন হয়ে গেছে। যেমন: এককেন্দ্রিক সরকার থেকে এটা ফেডারেল স্ট্রাকচারে গেছে। নিম্নবর্গের মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে; কিন্তু মোটা দাগে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করা যায়নি। এর প্রধান দু-তিনটি কারণ রয়েছে।...