বাংলাদেশে পুল খেলায় আন্তর্জাতিক সাফল্য এলেও, স্নুকারে এখনো অনেক পিছিয়ে আছে। পুল খেলায় বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর অভিজ্ঞতা থাকলেও, স্নুকারে উন্নতির জন্য ফেডারেশন কোচ ও আধুনিক সরঞ্জাম আনার ওপর জোর দিচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) গুলশান ক্লাবে 'ন্যাশনাল সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫' উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্মকর্তারা একথা জানান। ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সোহেল বলেন, পুল এবং স্নুকার সম্পূর্ণ ভিন্ন দুটি খেলা। পুলের চেয়ে স্নুকার খেলার মৌলিক নীতি ও কৌশল একদম আলাদা। তাই খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণের জন্য একজন ভালো কোচের প্রয়োজন। তিনি বলেন, যদি পর্যাপ্ত সংখ্যক স্নুকার টেবিলসহ একটি একাডেমি স্থাপন করা যায় এবং খেলোয়াড়রা ভালো প্রশিক্ষণ পায়, তাহলে স্নুকারেও একদিন সাফল্য আসবে। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে উচ্চমানের খেলার উপযোগী সরঞ্জাম বা 'প্রপার ইকুইপমেন্ট' নেই। ফেডারেশন এসব সরঞ্জাম বিদেশ...