এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। তবে ম্যাচ শুরুর আগের ঘটনার চর্চা চলছে এখন সামাজিক মাধ্যমগুলোতে। ম্যাচের আগে টস থেকে শুরু করে গ্যালারি—সব জায়গায় উত্তেজনা তুঙ্গে থাকলেও পাকিস্তান শিবিরকে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্তের মুখোমুখি হতে হলো জাতীয় সঙ্গীতের সময়।দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন পাকিস্তান দলের জাতীয় সঙ্গীত বাজানোর কথা, তখন হঠাৎ স্পিকারে ভেসে আসে টেশার ও জেসন ডেরুলোর জনপ্রিয় গান ‘জালেবি বেবি’! প্রায় ছয় সেকেন্ড ধরে বাজে গানটি। হতবাক হয়ে যায় খেলোয়াড় থেকে দর্শক সবাই। এরপর অবশ্য বাজানো হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত, কিন্তু তার আগেই হাসিঠাট্টার খোরাক হয়ে যায় ঘটনা।হেসে খেলেই পাকিস্তানকে হারাল ভারতএর আগে অবশ্য টসেও একবার উত্তেজনার ঝলক দেখা যায়। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন এড়িয়ে যান, এমনকি চোখাচোখিও এড়িয়ে চলেন...