ভারতের ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্ষা ভোগলে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ শেষে তার বিশ্লেষণে বলেছেন, ‘আমি আশা করব বাংলাদেশ অজুহাত দেবে না। যখনই বলবেন আমরা ভালো খেলিনি তখন আপনি ভালো খেলতে পারবেন। আপনি যদি অজুহাত দিতে শুরু করেন...আমি আশা করব সমর্থক কিংবা যারা আছে তারা অজুহাত দেবে না।’ বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের পর সংবাদমাধ্যমে এসে হারের পেছনে নানান অজুহাত দাঁড় করানোর অভ্যাসটা চোখে পড়েছে দেশের বাইরের বিশ্লেষকদেরও। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাজে ব্যাটিংয়ের পেছনে কারণ হিসেবে জাকের আলী অনিক অজুহাত দিয়েছেন বাতাসের। নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরে বাজে ফিল্ডিংয়ের কারণ হিসেবে নিউজিল্যান্ডের ‘পরিষ্কার আকাশ’-এর অজুহাত দিয়েছিলেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। মিরপুরের উইকেট নিয়ে অজুহাত তো মাইক্রোফোনের সামনে সুযোগ পেলেই দিয়ে বসেন ব্যাটসম্যানরা। হংকং-এর বিপক্ষে বাংলাদেশের ধীরগতির ব্যাটিং, গোটা ইনিংসে মাত্র দুটো ছক্কার পেছনে...