নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ও সুবর্ণচরের ১৩ জন জেলে এক বছর আগে জীবিকার তাগিদে ট্রলারে গভীর সমুদ্র পাড়ি দেন। সেই যাত্রা থেকে তারা আর ঘরে ফেরেননি। গত বছরের ১২ সেপ্টেম্বর হাতিয়ার চরঈশ্বর, চরকিং ও সুবর্ণচরের বিভিন্ন গ্রামের ১৩ জেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান না পাওয়ায় স্বজনদের হাহাকার যেন থামছে না। নিখোঁজ জেলেরা হলেন, হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের নুরুল ইসলামের ছেলে হেলাল (৪২), আলাউদ্দিনের ছেলে ছালেহ উদ্দিন (৪৫), সিরাজুল হকের ছেলে লিটন (৩৪), আবদুল কুদ্দুসের ছেলে মিলাদ (৪৩), চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের মনিরের ছেলে আবদুল মান্নান (৩৮), কামালের ছেলে জাবের (৩৬), মাইন উদ্দিনের ছেলে সাইফুল (৩৭), চরকিং ইউনিয়নের ফরাজী গ্রামের আবুল কাশেমের ছেলে রকিব (৩৪), সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরমজিদ ইউনিয়নের আনছার মিয়ার...