এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এক অস্বাভাবিক দৃশ্যের সাক্ষী হলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ম্যাচ শেষেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিং সঙ্গী শিভম দুবের সঙ্গে হাত মেলালেন, তারপর সরাসরি ড্রেসিংরুমের পথে হাঁটা দিলেন। পাকিস্তানি ক্রিকেটাররা তখন অপেক্ষায় ছিলেন হাত মেলানোর জন্য, কিন্তু ভারতীয়দের কারও সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।টসের সময়ও একই দৃশ্য ধরা পড়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন এড়িয়ে যান সূর্যকুমার। ম্যাচ জয়ের পর এই আচরণ নিয়েই মুখ খুললেন ভারতীয় অধিনায়ক।সূর্যকুমার স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের সরকার ও বিসিসিআই শুরু থেকেই এক অবস্থানে ছিল। আমরা এখানে শুধু ক্রিকেট খেলতে এসেছি। আর মাঠে যথাযথ জবাব দিয়েছি।’পরে সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, ‘জীবনে কিছু বিষয় আছে যা ক্রীড়াসুলভতার চেয়েও বড়। আমরা পাহালগামে সন্ত্রাসী হামলার সব ভুক্তভোগী ও...