শিল্পকর্ম মানবসভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংস্কৃতি তো বটেই, সঙ্গে এর বিপুল বাজারমূল্য অপরাধচক্রের কাছে শিল্পকর্ম চুরিকে করে তুলেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব শিল্পকর্ম চুরি বা আর্ট থেফট সবসময়ই ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। শিল্পকর্ম মানবসভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংস্কৃতি তো বটেই, সঙ্গে এর বিপুল বাজারমূল্য অপরাধচক্রের কাছে শিল্পকর্ম চুরিকে করে তুলেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্র মোনালিসা ১৯১১ সালে প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে পুরো বিশ্বকে আলোড়িত করেছিল। ঠিক তেমনি, ১৯৯০ সালে বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে ঘটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরির ঘটনা। সেখানে দুজন চোর পুলিশের ছদ্মবেশে রাতারাতি রেমব্রান্ট, ভারমেয়ার ও ডেগাসের মতো শিল্পীদের কাজ নিয়ে উধাও হয়ে যায়, যা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। এর বাইরেও...