সম্প্রতি যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের সাম্প্রতিক ইতিহাসে এটি ছিল জাতীয়তাবাদীদের সবচেয়ে বড় সমাবেশ, হয়তো এ যাবৎকালেরও সবচেয়ে বড়। সেন্ট্রাল লন্ডনে শনিবারের এই বিক্ষোভের বিশালতা সম্পর্কে ধারণা মেলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। কট্টর ডানপন্থি টমি রবিনসনের ডাকে এই বিক্ষোভে দেড় লাখ মানুষ জড়ে হয়েছিল। উগ্রপন্থিদের এই বিক্ষোভটি শান্তিপূর্ণ থাকেনি। পুলিশের ওপর হামলা হয়েছে, সংঘর্ষও বাঁধিয়েছে। তা সামাল দেওয়া দেড় হাজার পুলিশ সদস্যের জন্য বেশ কঠিন ছিল। তা জেনেই পুলিশ সদস্যরা ভয় ও পক্ষপাতমুক্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করেন বলে লন্ডন মহানগর পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বিবিসিকে জানিয়েছেন। পুলিশ জানায়, অনুমোদিত পথের বাইরে যেতে চাইলে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার সময় কর্মকর্তারা সহিংসতার শিকার হন। তাদের ওপর বোতল, ফ্লেয়ারসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয় এবং ঘুসি-লাথি মারা হয়। এ সময় ২৬...