যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাটিক সিনেটরের দাবি তারা এই ‘অনিবার্য সিদ্ধান্তে’ পৌঁছেছেন যে, গাজা থেকে স্থানীয় লোকজনকে সরে যেতে বাধ্য করতে ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং ধ্বংস করে দেওয়ার ধারাবাহিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই কুকর্মে জড়িত বলেও দাবি করে এই সিনেটররা বলেছেন, বিশ্বকে এটি থামাতে হবে। মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং ওরেগনের জেফরি মার্কলে উভয়ই সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। তারা বৃহস্পতিবার একটি প্রতিবেদনে তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভ্রমণ করে আসার পর এই প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে এই সিনেটররা লিখেছেন, বোমা এবং বুলেটের চেয়েও সেখানে ধ্বংসযজ্ঞ বেশি হচ্ছে। তারা আরও বলেছেন, মানবিক ত্রাণ সাহায্য বন্ধের জন্য ধারাবাহিক অভিযানও তারা দেখেছেন। একে তারা বলছেন, “খাদ্যকে যুদ্ধের হাতিয়ার হিসাবে ব্যবহার।” বৃহস্পতিবারের...