চলচ্চিত্রের বাজে পরিবেশ, পছন্দসই গল্প ও চরিত্র না পাওয়ায় অনেকটা অভিমানেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ২০১৫ সালে নারগিস আকতারের পরিচালনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয়ের পর আর কোনো সিনেমায় দেখা যায়নি ‘আজীবন সম্মাননা’সহ বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে। আগামীতে আর নতুন কোনো সিনেমায় অভিনয়ে দেখা যাবে কি না সেটাও নিশ্চিত নয়। তবে ভালো ও মনের মতো গল্প কিংবা কেন্দ্রীয় চরিত্রের জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি জীবনে একটিবার হলেও সিনেমা পরিচালনা করার প্রত্যাশাও ব্যক্ত করেন খ্যাতিমান এই তারকা। ববিতা জানান, তবে এক দশক অভিনয় থেকে দূরে থাকলেও এই সময়ে অনেক চলচ্চিত্র নির্মাতাই তার কাছে গিয়েছেন, সিনেমার গল্প শুনিয়েছেন। কিন্তু আগের মতোই গল্প ও চরিত্র মনের মতো না হওয়ায় স্বপ্নটা অধরাই থেকে...