সেই একই পটভূমি, সেই একই চিত্রনাট্য! ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি বা এশিয়া কাপ—টুর্নামেন্টের নাম যেটাই হোক, মঞ্চটা বড় হলেই হলো; ভারতের কাছে পাকিস্তান পাত্তা পাবে না। এটাই যেন নিয়মে পরিণত হয়েছে অনেক দিন থেকে। এবারের এশিয়া কাপে গতকালের ম্যাচটিতেও সেটাই হলো। পটভূমি যখন বড় মঞ্চের ম্যাচ, একই চিত্রনাট্য মেনে ভারতের কাছে আরও একবার উড়ে গেল পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে পেস বা স্পিন, ভারতের বোলিংয়ের সামনে হাঁসফাঁস করতে করতে ২০ ওভারের মধ্যে অলআউট না হলেও ৯ উইকেটে করতে পেরেছে মাত্র ১২৭ রান। পাকিস্তানের এই রান ভারত পেরিয়ে গেছে ২৫ বল হাতে রেখে, মাত্র ৩ উইকেট হারিয়ে। ৭ উইকেটের জয়টি এবারের এশিয়া কাপে ভারতের দ্বিতীয়। প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ২০২২ সালের অক্টোবর থেকে গতকাল পর্যন্ত পাকিস্তানের...