কালিহাতি, টাঙ্গাইল। কালিহাতি উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। প্রায় এক মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে কালিহাতি সংসদীয় আসনের ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দল অংশ নেয়। শুরু থেকেই প্রতিযোগিতাটি নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। প্রবাসে থেকেও তিনি দীর্ঘদিন ধরে কালিহাতির ক্রীড়াঙ্গন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে সুপরিচিত। তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সমাজে জনসংযোগ বৃদ্ধিতে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।অভূতপূর্ব দর্শক সমাগম ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্মরণকালের সর্বোচ্চ দর্শক সমাগম লক্ষ্য করা যায়। মাঠের চারপাশে, পাশের স্কুলের বারান্দা ও ছাদে, এমনকি আশপাশের গাছের ডালেও দাঁড়িয়ে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। একে...