ঠাকুরগাঁওয়ের আয়শা সিদ্দিকা মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ হওয়ার ছয় দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। পুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। নিখোঁজ ছাত্রীরা হলো— দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুই (১৪), একই উপজেলার জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) ও ঠাকুরগাঁও সদর উপজেলার আয়শা সিদ্দিকা (১৩)। নিখোঁজের ঘটনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়শার পরিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ১২টার পর তারা মাদ্রাসার দোতলার বারান্দা থেকে পালিয়ে যায়। প্রথমে তারা রিকশায় করে বাসস্ট্যান্ডে যায়, এরপর রেলস্টেশনে পৌঁছে। তাদের উদ্দেশ্য ছিল ঢাকায় যাওয়া। কিন্তু কোনো ট্রেন না পেয়ে তারা একটি আবাসিক হোটেলে রাত কাটায়। পরে আবার রেলস্টেশনে ফিরে এসে ঠাকুরগাঁও পীরগঞ্জের উদ্দেশে একটি অটোরিকশায় রওনা দেয়।...