ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ওই সংবাদে প্রকাশিত ভোটের তথ্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ‘ডাকসু ও হল সংসদ: জয়ী প্রার্থীদের তালিকা’ শীর্ষক একটি প্রতিবেদনে দুই হলের কয়েকজন প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা একই দেখানো হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকৃত ফলাফল প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত ফলাফল অনুযায়ী ফজলুল হক মুসলিম হলে সহ-সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৮৪১, মো. আবিদুল ইসলাম খান ১৮১, উমামা ফাতেমা ১৫৩, আব্দুল কাদের ৪৭ ও শামীম হোসেন...