ফসলি জমির জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শতাধিক কৃষক। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলার তেরাইল, মহব্বতপুর, বাদিয়াপাড়া, কামারখালি, ষোলটাকা ও সহড়াবাড়িয়া গ্রামের কৃষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনটির নেতৃত্ব দেন বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো। এ সময় বক্তারা অভিযোগ করেন, বহু বছর ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি মৌসুমে হাজার হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টি বা প্লাবন হলেই জমিগুলো ডুবে যায়, যার ফলে ধান, পাট, শাকসবজি থেকে শুরু করে সব ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা আরও বলেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে বহুবার অভিযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে কৃষকরা একদিকে লোকসানের বোঝা বহন...