ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রকাশিত ভোটের তথ্য নিয়ে বেশ কিছু অভিযোগের পর দুঃখ প্রকাশ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। নতুন করে ফল সংশোধনের তথ্য দিয়ে রোববার রাতে বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বলেছে, এতে ভোটের ফলাফলে কোনো পরিবর্তন হয়নি। নিজের প্রাপ্ত ভোটে অসঙ্গতি থাকার কথা তুলে ধরে ফেইসবুকে পোস্ট দিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী সর্বমিত্র চাকমা। ফল ঘোষণার সময়ের চেয়ে তার ভোট বেড়ে গেছে। অপরদিকে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক পদের প্রার্থী মোহাম্মদ সাকিব অভিযোগ করেছেন তার ভোট কমে গেছে। ফেইসবুকে ফলাফলের ক্রুটি তুলে ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এই প্রার্থী লেখেন, “শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে যে কয়জন নির্বাচনকে গ্রহণ করেছে আমি তাদের মধ্যে...