গেল এপ্রিলে ভারতের কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলা এবং এরপর ভারতের অপারেশন সিদুরের পর এই প্রথম ক্রিকেট মাঠে দেখা হয় ভারত ও পাকিস্তানের। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের আচ ছিল ক্রিকেট ম্যাচেও। ম্যাচের শুরু ও শেষে হাত মেলাননি দুই দেশের ক্রিকেটাররা। জয়ের পর ভারতের দুই ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও শিবম দুবে সোজা সাজঘরের দিকে হাঁটেন। সূর্যকুমার ভারতের অধিনায়কও। পরে ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, 'আমি কিছু বলতে চাইছি, বলার জন্য সেরা মুহূর্ত। আমরা পেহেলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আছি। তাদের জন্য আমাদের সমবেদনা রইলো। আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।' সূর্যর কাছে এই ম্যাচটা স্পেশাল। কারণ, ১৪ সেপ্টেম্বর অর্থাৎ, ম্যাচের দিন তাঁর জন্মদিন। অধিনায়ক হিসেবে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন এবং...