চাকরির ১২ বছরে এসেও পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের ৩২ ও ৩৩ ব্যাচের শতাধিক প্রভাষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) প্রায় দিনব্যাপী তারা অবস্থান কর্মসূচি শেষে অধিদপ্তরের মহাপরিচালক এবং বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে স্মারকলিপি দিয়েছেন।পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের ৩২ ও ৩৩ ব্যাচের কয়েকজন জানান, আন্তঃক্যাডার এবং অন্তঃক্যাডার বৈষম্যের এক চরম নজির বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। এ ক্যাডারে ৩৩তম বিসিএসের সদস্যরা চাকরিতে যোগদান করে ২০১৪ সালের ৭ আগস্ট। চাকরির ১২ বছরে এসেও ৩৩ ব্যাচের প্রায় ৩৫০ এর মতো প্রভাষকের এখনো জোটেনি চাকরি জীবনের প্রথম পদোন্নতি।কেবল বিসিএস ৩৩ ব্যাচ না, ৩২ ব্যাচেরও প্রায় অর্ধশত কর্মকর্তা বিষয়ভিত্তিক বৈষম্যের কারণে আজও পদোন্নতি বঞ্চিত। তাছাড়া ৩৫ ব্যাচ পর্যন্ত সব যোগ্যতা অর্জন করে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতিযোগ্য প্রায়...