আমরা জীবনের একটি অদৃশ্য অংশ ডিজিটাল জগতে ছড়িয়ে দেই—ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, টুইটার—সব জায়গায়। প্রতিদিনের ছবি, পোস্ট, চ্যাট, মেসেজ, এমনকি স্মৃতিময় ভিডিও—সবই আমাদের ডিজিটাল উত্তরাধিকার হয়ে থেকে যায়। কিন্তু আমরা কি ভেবেছি, মৃত্যুর পর এসব আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কী হবে? ১. উত্তরাধিকারী বা লিগ্যাসি কনট্যাক্টফেসবুকের মতো অনেক প্ল্যাটফর্মে আছে ‘লিগ্যাসি কনট্যাক্ট’ ব্যবস্থা। এটি একটি নির্দিষ্ট ব্যক্তি নির্বাচন করার সুযোগ দেয়, যিনি মৃত্যু হওয়ার পর আপনার অ্যাকাউন্ট স্মৃতিস্মরণীয় করে রাখতে পারবেন। এর মাধ্যমে প্রিয়জনরা আপনার পোস্ট, ছবি, ভিডিও দেখে শ্রদ্ধা জানাতে পারেন। ২. ডিজিটাল উইল তৈরি করার প্রয়োজনডিজিটাল উইল বা অনলাইন উত্তরাধিকার হলো এমন একটি পরিকল্পনা, যা মৃত্যুর পর আপনার ডিজিটাল তথ্য, অ্যাকাউন্ট এবং অনলাইন প্রোফাইল ব্যবস্থাপনার নির্দেশনা দেয়। কেউ চাইলে আপনার অ্যাকাউন্ট মুছে দিতে পারে, আবার কেউ চাইলে তা সংরক্ষণও...