হয়ে গেলো মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫। হোটেল লা মেরিডিয়ান বলরুমে বসে আয়োজনটির জমকালো আসর। গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্স আপ এবং ব্র্যান্ড এম্বাসেডরদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন। চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকশা, প্রথম রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেছেন অপু...