১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম প্রথম ওভারে উইকেট মেডেন। দ্বিতীয় ওভারেও উইকেট মেডেন। দুঃস্বপ্ন নাকি বিভীষিকা! যেটাই হোক, সেই চক্রেই বাংলাদেশ ঘুরপাক খেল প্রথম ১০ ওভার। এরপর ব্যাটিংয় কিছুটা প্রতিরোধ গড়া হলো। বোলিংয়ের শুরুতেও সামান্য আশা জাগল। তবে শেষ পর্যন্ত লড়াই জমল না তেমন। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে দারুণ জয় পেল শ্রীলঙ্কা। মাস দুয়েক আগে তাদেরই মাঠে এই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই দলটির বিপক্ষেই ৬ উইকেটে হেরে এশিয়া কাপের পরবর্তি অথটা কঠিন হয়ে গেল লিটন কুমার দাসদের।বাংলাদেশ ম্যাচ হেরে যায় মূলত ম্যাচের প্রথম ভাগেই। শূন্য রানে ২ উইকেট ও ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসা দলকে ১৩৯ রান পর্যন্ত নিয়ে যান জাকের আলি ও শামীম হোসেন। ৬১ বলে ৮৬ রানের...