১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। প্রবাসী ভোটার কার্যক্রম এগিয়ে নিতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। গত শনিবার রাতে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করতে মালয়েশিয়ায় যান।এ বিষয়ে উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সরকারি আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিন ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবেন। সফরকালে তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। রোববার থেকে...