এদিন রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে খিলগাঁও সি ব্লকের নিজ বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি খিলগাঁও থানার দায়ের হওয়া সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি। জানা গেছে, মামলাটির বাদী ভিকটিমের স্ত্রী ফাতেমা আক্তার তমা। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টায় দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে...