বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের ভেতরে এবং সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় নয়টি অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। গতকাল রোববার পাউবো জানায়, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বৃষ্টি হচ্ছে। পাশাপাশি ভারতের ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গেও অতিবৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া মেঘালয়, সিকিম ও বিহারেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। উজানের এই বৃষ্টিপাত বাংলাদেশের নদ-নদীর পানি বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। রংপুর বিভাগের প্রধান নদী তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিনে আরও বাড়তে পারে। এর মধ্যে তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে। ফলে...