১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে ৫ দশমিক ৯ মাত্রার ভ‚মিকম্প অনুভ‚ত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভ‚মিকম্পটি আঘাত হানে। ভ‚মিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস এসব তথ্য জানিয়েছে। ইউএসজিএস আরো জানায়, রোববার মাঝারি মাত্রার ভ‚মিকম্পে দক্ষিণ এশিয়ার ছয় দেশ বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীন কেঁপে উঠেছে। ভ‚মিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভ‚মিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভ‚ত হয়েছে।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভ‚মিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভ‚মিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। আবহাওয়া অধিদপ্তরের ভ‚মিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক...