১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে জার্মানির অস্তিত্ব থাকবে না বলে সতর্ক করেছেন জার্মানির রাজনৈতিক দল সারা ওয়াগেনক্নেখট অ্যালায়েন্স রিজন অ্যান্ড জাস্টিস (বিএসডব্লিউ)-এর নেতা সারা ওয়াগেনক্নেখট।বার্লিনে আয়োজিত এক সমাবেশে তিনি ইউক্রেনে অস্ত্র সরবরাহ এবং গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলেন :“আমাদের বোঝানো যাবে না যে, আরো সেনা, আরো ড্রোন বা আরো ট্যাংক দিয়ে আমরা একটি পরমাণু শক্তির মোকাবিলা করতে পারব। না, পারব না। একটি পারমাণবিক যুদ্ধ মানেই হবে- আমাদের শহরের, আমাদের পরিবারের, আমাদের ভবিষ্যতের সমাপ্তি। এটি হবে জার্মানিরও শেষ, কারণ এমন যুদ্ধে জার্মানিই হবে প্রধান যুদ্ধক্ষেত্র।”তিনি আরো বলেন, জার্মানিকে অবশ্যই এ সহিংসতা ও উত্তেজনার ঘূর্ণাবর্ত থামাতে হবে। ওয়াগেনক্নেখটের মতে, অনেক রাজনীতিবিদই এখনো উপলব্ধি করছেন না আসলে...