১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটকের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার সকালে রাজধানীর মিন্টো রোড থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি মার্কিন নাগরিক। তিনি নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান পরিচয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার স্বপ্ন দেখান। ২০১৮ সালের ভোটের আগেও তিনি একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেন। পুলিশ বলছে, শনিবার সকালে এনায়েত করিম চৌধুরী প্রাডো গাড়িতে করে মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। কিন্তু ঘোরাঘুরি...