১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম বেইজিং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, চীনা স্বার্থকে লক্ষ্য করে কোনো ‘একতরফা পদক্ষেপ’ গ্রহণ করা হলে কঠোর জবাব দেওয়া হবে। স¤প্রতি যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের প্রতি চাপ বাড়িয়েছে যাতে তারা চীন ও ভারতের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ, মস্কোর ওপর চাপ কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এ দুই দেশ রাশিয়ার তেল কিনে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহŸান জানান। তিনি ন্যাটো জোটকে প্রস্তাব দিয়েছেন, রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো উচিত। ট্রাম্পের দাবি, চীনের রাশিয়ার ওপর বড় ধরনের প্রভাব রয়েছে,...