১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম সাব্বির রহমান নামটি বাংলাদেশের ক্রিকেটে এখন কেবল হাহাকারই জাগায়। হারানো দিনের সেই সুর আবার কিছুটা দেখা গেল তার ব্যাটে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যর্থতার পর সাব্বিরের ঝড়ে লড়ার মতো রান তুলতে পারল রাজশাহী বিভাগ। তবে দারুণ ব্যাটিংয়ে ঢাকা মেট্রোকে জিতিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের অভিষেক রাঙালেন মাহফিজুল ইসলাম। জয়ের জন্য শেষ ওভারে ঢাকা মেট্রোর প্রয়োজন পড়ে ১০ রানের। পেসার নাহিদ রানার প্রথম বলটিই সোজা ব্যাটে দুর্দান্ত শটে চার মেরে দেন মাহফিজুল। পরের বলে এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েই ছোট্ট করে উদযাপন করে ফেলেন তরুণ ব্যাটসম্যান। তৃতীয় বলে শর্ট ডেলিভারিতে পুল খেলে ক্যাচের মতো দিলেও নিতে পারেননি ফিল্ডার। দুই রান নিয়ে বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেন ২১ বছর বয়সী ব্যাটসম্যান। ডাগআউট...