১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম পদ্মা সেতুর সার্ভিস এরিয়াগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিকল) পদ্মা সেতুর সার্ভিস এরিয়ার ছাদে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা নিয়ে সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষায় দেখা যায়, সার্ভিস এরিয়া-১ এ ১ হাজার ৯৬৬ কিলোওয়াট পিক (কেডব্লিউপি), সার্ভিস এরিয়া-২ এ ২...