১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম কক্সবাজারের টেকনাফে মহাসড়ক দখল করে চলছে রমরমা মাছের ব্যবসা। সন্ধ্যা থেকে প্রায় রাত ১২টা পর্যন্ত এই এলাকায় মহাসড়কের অর্ধেকের বেশি দখলে থাকে শত-শত মাছ ব্যবসায়ীর। ফলে টেকনাফ ঝর্ণা চত্বর থেকে পল্লী বিদ্যুৎ অফিস, আরেকদিকে আলো শফিং কমপ্লেক্স পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে লেঙ্গুরবিল রোড, উপরের বাজার, কক্সবাজার-টেকনাফ মহাসড়ক ও আশপাশের এলাকাতে এর প্রভাব পড়ে। এতে অফিস ফেরত কর্মজীবী ও পথচারীদের গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়। মহাসড়ক দখল করে মাছ ও সবজির ব্যবসা করলেও নির্বিকার টেকনাফ থানা পুলিশ। নেই কোনো ট্রাফিক শৃঙ্খলা। দীর্ঘ সময় মাছের টলি নিয়ে বসে থাকে ব্যবসায়ীরা। স্টেশন জামে মসজিদের সামনেও বসে শতাধিক মাছ ব্যবসায়ী। মাছের পানি ও রক্তের দুর্গন্ধে এই পথে চলা দায়।...