ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায় কেবল বৈশ্বিক মঞ্চে। দুই দেশের সমর্থকরা তাকিয়ে থাকে সেই দিকেই। এশিয়া কাপের মঞ্চেও সেই আশা নিয়েই মাঠে গিয়েছিল দর্শকরা। কিন্তু পয়সা উসুল ম্যাচ হলো না। সেটা অন্তত পাকিস্তানের দর্শকদের জন্য। একপেশে ম্যাচে ভারতের দাপটে গ্যালারিতে নীরব দর্শক হয়েই থাকতে হলো তাদের। ব্যাট কিংবা বল কোনো বিভাগেই লড়াই করতে পারল না পাকিস্তান। নির্বিষ বোলিংয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে পারেননি বোলাররা। বিপরীতে ব্যাট-বলে আলো ছড়িয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৫ দশমিক ৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জয় পায় ৭ উইকেটের বড় ব্যবধানে। রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বল থেকেই পাকিস্তানের বোলাদের ওপর...