‘মৃতদের পাহাড়’ নামে পরিচিত এক পর্বতের ঢালে তাঁবু গেড়েছে অভিযাত্রীরা। হঠাৎ তাঁবু ছিঁড়ে সজোরে বেরিয়ে পড়ল অভিযাত্রীরা। মৃত্যু তাড়া করেছে তাদের। প্রচণ্ড ঠাণ্ডায় তারা খালি পায়ে দৌড়াতে শুরু করল। একসময় কারও মৃত্যু হলো ঠাণ্ডায় জমে, কারও বুকের পাঁজর ভেঙে, কারও মাথার খুলি ফেটে গিয়ে। আজ থেকে প্রায় ছয় দশক আগে, রাশিয়ার বরফঘেরা ‘ডেড মাউন্টেন’ পর্বতের কাছে ঘটেছিল এই ঘটনা। সময়টা ছিল ১৯৫৯ সালের জানুয়ারি মাসের শেষ দিক। সে রাতে এক নিয়তি নির্ধারিত ছিল, তা হলে রহস্যময় ও ভয়ংকর মৃত্যু। আজ পর্যন্ত কিনারা হয়নি সে রহস্যের। পর্বতের যে গিরিপথ ধরে অভিযাত্রীরা এগিয়ে গিয়েছিল মৃত্যুর দিকে, দলনেতা ইগর দিয়াতলোভের নামানুসারে, তার নাম দেওয়া হয়েছে ‘দিয়াতলোভ গিরিপথ’। রাশিয়ার তৎকালীন স্ফের্দোলোভস্ক শহর থেকে অভিযাত্রিকরা বেরিয়ে পড়েছিল উরাল পর্বতমালার উদ্দেশ্যে। প্রাণ-প্রাচুর্যে ভরা তরতাজা প্রাণগুলো কেন...