রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা হচ্ছে। তিনি এই স্ট্যাটাসটি কার উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন—তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রেক্ষাপট বিবেচনায় অনেকেই মনে করছেন, তিনি এনসিপিকে জামায়াতের সঙ্গে সংযুক্ত হওয়া বা জামায়াতের মতো না হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন।রবিবার (১৪ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে ব্যাখা দিয়েছেন জাহেদ উর রহমান।তিনি বলেছেন, মাহফুজ আলম বর্তমানে ব্রিটেন সফর করছেন। সেখানে তার ওপর হামলার চেষ্টা হয়েছে। যে গাড়িতে হামলার চেষ্টা হয়েছিল সেটিতে তিনি ছিলেন না। তার যাওয়ার ঘোষণা ছিল এবং সে অনুযায়ী আওয়ামী ঘরানার লোকজন ফেসবুকে ক্যাম্পেইনের মাধ্যমে সেখানে উপস্থিত হয় এবং হামলার চেষ্টা করে। এই হামলার প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন—সরকার এই ঘটনায় যথেষ্ট কঠোর হয়নি। এমনকি তিনি আরো মারাত্মক অভিযোগ করে...