১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম পদ্মা সেতুর উদ্বোধনের পর গতকাল রোববার পর্যন্ত তিন বছর ২ মাস ২০ দিনের ব্যবধানে বিভিন্ন যানবাহনের দুর্ঘটনায় মোট ১১ জন নিহত হয়েছে। এছাড়া এসব ঘটনায় গুরুতর আহত হয়েছে প্রায় ৫৫ জন। এদের মধ্যে অনেকের রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেছে। যানবাহন চালকদের বেপরোয়া গতি, ওভারট্রাকিংয়ের প্রবণতা এবং সেতুতে চলাচলের নিয়ম শৃঙ্খলা না মানার ফলে এসব দুর্ঘটনা ঘটেছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী দাবি করেছে। বিভিন্ন দুর্ঘটনার মধ্যে ২০২২ সালে সেতু উদ্বোধনের পর নিহত হয়েছে ৩ জন, আহত হয়েছে ৩০ জন। এরপর ২০২৩ সালে ৭ জন গুরুতর আহত হয়, ২০২৪ সালে ৬ জন নিহত হয় এবং চলতি ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে মোটরসাইকেলসহ বিভিন্ন...